টরন্টোয় ‘সূর্য ল’র জমকালো ক্রিসমাস পার্টি

0
টরন্টোয় ‘সূর্য ল’র জমকালো ক্রিসমাস পার্টি

টরন্টোর বাংলাভাষী আইন সেবা প্রতিষ্ঠান ‘সূর্য ল ইনক’ এর উদ্যোগে জমকালো ক্রিসমাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে ক্রিসমাস পার্টি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন কমিউনিটির বিভিন্ন পেশার বিপুল সংখ্যক অতিথি এই ক্রিসমাস পার্টিতে অংশ নেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্টারিওর  প্রভিন্সিয়াল পার্লামেন্টের  স্কারবোরো সাউথওয়েন্ট আসনের এমপিপি ডলি বেগম, সিটি কাউন্সিলর প্রার্থী কান্দাবেল, কনজারভেটিভ পার্টি মনোনয়ন প্রার্থী ডা. এ এসএম নুরুল্লাহ তরুণ, এনআরবি টিভির প্রধান নির্বাহী ও সাপ্তাহিক বাংলা মেইল এর সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু। 

সূর্য ল এর প্রধান ব্যারিস্টার সূর্য চক্রবর্তী সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, তার আইন প্রতিষ্ঠান টরন্টোয় বাংলাদেশি কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটিতে ও পেশাদারিত্বের সাথে আইন সেবা দিয়ে যাচ্ছে। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

অতিথিরা তাদের বক্তব্যে সূর্য ল এবং ব্যারিস্টার সূর্য চক্রবর্তীর পেশাগত উচ্চমান এবং গ্রাহকসেবার প্রশংসা করেন। একইসঙ্গে বাংলাদেশি কমিউনিটি ও বাংলা সংস্কৃতির বিকাশে তার প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে শিল্পী চন্দন পাল, সুমনা গাঙ্গুলি এবং শিরিন চৌধুরী সঙ্গীত পরিবেশন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here