নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশি শিল্পী লিওনার্ড শেখর গোমেজকে নিয়ে শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় অসাধারন এক ‘গানের সন্ধ্যা’ অনুষ্ঠিত হলো টরন্টোয়। পুরনো দিনের গানে গানে চার ঘন্টারও বেশি সময় হলভর্তি দর্শকদের মুগ্ধতায় আটকে রাখেন শিল্পী লিওনার্ড শেখর গোমেজ।
ঢাকার নটরমে কলেজের সাবেক শিক্ষক শিল্পী লিওনার্ড শেখর গোমেজ টরন্টোয় বেড়াতে এলে আয়োজন করা হয় এই গানের সন্ধ্যার। জুলিয়ানা রিনি ডি’ক্রুজ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষে ভিনসেন্ট রিবেরী,কংকন ভাদুরী এবং ফ্রান্সিস পিলে শিল্পীকে ফুল দিয়ে স্বাগত জানান এবং উত্তরীয় পরিয়ে সম্মান জানান। তারপর শুরু হয় শিল্পীর একক সঙ্গীত পরিবেশনা।