টরন্টোর সাহিত্যভিত্তিক সংগঠন ‘ঘাসফড়িং’-এর আয়োজনে আলোচিত বই নোয়াম চমস্কি ও এডওয়ার্ড হারম্যানের ‘ম্যানুফ্যাকচারিং কনসেন্টঃ দ্য পলিটিক্যাল ইকোনোমি অফ মাস মিডিয়া’ বইটি নিয়ে এক মননশীল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টরন্টো পাবলিক লাইব্রেরির এগলিনটন স্কয়ার মলের সেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রধান আমিনুর রহমান খান সোহেল।
রওশন মুন্নীর সঞ্চালনায় এতে অংশ নেন ড. সুজিত দত্ত, আকবর হোসেন, শওগাত আলী সাগর, ড. শামীম আহমেদ, ড. মাহতাব শাওন, শেখ সালাউদ্দিন, স্নেহাশীষ রায়, হাসান মাশুক, কাজী জহির উদ্দিন প্রমুখ।
বক্তারা বইটিতে উপস্থাপিত গণমাধ্যমের রাজনৈতিক অর্থনীতি, বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমের ভূমিকা ও অপব্যবহার সংক্রান্ত বিষয়গুলো বিশ্লেষণ করেন এবং সমকালীন মিডিয়ার প্রভাব ও বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল বাংলা টেলিভিশন কানাডা ও বাংলা ২৪ কানাডা।