টরন্টোয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কানাডা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস-২০২৩ উদযাপন করেছে।

এক ঝাঁক উদ্যমী নতুনদের সমন্বয়ে সংগঠিত নতুন কমিটি অ্যালামনাইয়ের ইতিহাসে প্রথম বিপুল সংখ্যক গ্র্যাজুয়েটের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে দিবসটি পালন করল। ১৪৬৮ ভিক্টোরিয়া পার্কের জে এন্ড জে ব্যাংকুয়েট হলে আয়োজিত এই জমজমাট অনুষ্ঠানটি উপভোগ করেন সকলেই। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পৃথিবীর একমাত্র শাটল ট্রেনের বিশ্ববিদ্যালয়। পর্দায় শাটল ট্রেনের ছবি দেখে হয়তবা উপস্থিত অনেকেরই শাটল ট্রেনে করে আনন্দের আসা যাওয়ার সেই দিনগুলোর স্মৃতি ভেসে উঠে। বন্ধুদের জন্য সিট দখল করে রাখা, শাটল ট্রেনে সৌখিন সঙ্গীতজ্ঞদের সঙ্গীত ও প্যারোডি গাওয়া বা ‘বুইল্লা সেবীদের বুইল্লার উৎকট ঘ্রাণের অস্বস্তিকর মুহূর্ত। শাটল ট্রেনের বগিগুলো প্রায় ব্যবহৃত হত চিত্রকরদের চিত্রকলা প্রদর্শনের ক্যানভাস হিসাবে।

বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক হাসান তারেক চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানের প্রারম্ভে বক্তব্য রাখেন সভাপতি ড. হুমায়ুন কবির। সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক সোহেল চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় নিয়ে স্মৃতিচারণ করেন সহ সভাপতিদ্বয় সাজ্জাদ হোসেন, তেহজিনা এমদাদ নূপুর, সদস্য ড. এ এম তোহা, অ্যালামনাইর সদস্য মোশাররফ হোসেন ও এমদাদ হোসেন চৌধুরী। 

বক্তব্য পর্ব শেষে সাংগঠনিক সম্পাদক মো. মাহতাব উদ্দিন শাওনের প্রাণবন্ত সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় গীতিনৃত্য দিয়ে। নৃত্যে স্বর্ণ পদক প্রাপ্ত নৃত্য শিল্পী তাপস দেব ও তার দলের চমৎকার গীতিনৃত্য পরিবেশনা সকলকে মুগ্ধ করে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী নন্দিতা মজুমদারের চমৎকার সঙ্গীত পরিবেশনার পাশাপাশি পর্যায়ক্রমে সঙ্গীত পরিবেশন করেন নতুন প্রজন্মের নাবিল ও বুনন। সহ-সভাপতি হাবিব রহমান ও সদস্যা নুরুন নাহারের দ্বৈত সঙ্গীতও ছিল চমৎকার।

শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট শিপ্লী মারুফ রাসেলের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানের ব্যতিক্রম ছিল সংগঠনের সহ সভাপতি তানভী হক রচিত, পরিচালিত ও অভিনীত নাটিকা “আলাপন”। অভিনয়ে আরও ছিলেন সাজ্জাদ হোসেন, মাহফুজ আরা ও শামীমা আক্তার। কবিতা আবৃত্তি করেন ড. হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদিকা মাহফুজা আরা সোবহান ও যুক্তরাষ্ট্র থেকে আগত অ্যালামনাইয়ের বাতেন।

সফল এ আয়োজন সম্পন্নে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদকদ্বয় মোঃ সেলিম ভূঁইয়া, আ ম ম সামসাদ, কোষাধ্যক্ষ শেখ জসিম উদ্দিন, জনসংযোগ সম্পাদিকা ফরিদুন্নেছা চৌধুরী, অভিবাসন ও সেটেলমেন্ট বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান, আপ্যায়ন সম্পাদক শোয়েব খান, ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান চৌধুরী, সদস্যবৃন্দ সোহরাব হোসেন খান, আব্দুল এস বি হামিদ, মুশফিকুর আকন্দ, মাসুদ হোসেন, নেছার আহমেদ ও ওয়াহিদ মুরাদ অপু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here