গান, কবিতা আর স্মৃতিচারণ—সব মিলিয়ে এক উষ্ণ আয়োজনের মধ্য দিয়ে টরন্টোয় পালিত হলো কবি সাহিদুল আলম টুকুর ৬০তম জন্মবার্ষিকী।
গত শুক্রবার টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউয়ের মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টার-এ কবির বন্ধুদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই আনন্দ-আড্ডা।
১৯৬৫ সালের ২৭ নভেম্বর ফরিদপুরের কাদিরদীতে জন্ম নেওয়া সাহিদুল আলম টুকু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। পরে উচ্চশিক্ষা নেন ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা কেন্দ্র, গণসাহায্য সংস্থা ও বিশ্বব্যাংকে কাজ করেছেন। সাংবাদিক হিসেবেও কাজ করেছেন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন সংবাদমাধ্যমে। ২০০৩ সাল থেকে তিনি স্থায়ীভাবে টরন্টোতে বসবাস করছেন।
ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যুক্ত ছিলেন দেশের প্রথম প্রাতিষ্ঠানিক আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এর সঙ্গে। কবিতায় নিবিষ্ট টুকুর প্রকাশিত তিনটি কাব্যগ্রন্থ হলো ফণার মুখোশ, মৌন অন্ধকার ও কাকতলীয় স্পর্শ।
জন্মবার্ষিকীর আয়োজনে তার কবিতা থেকে আবৃত্তি করেন দিলারা নাহার বাবু, ফারিয়া সাহেলী এবং মানবী মৃধা। গান পরিবেশন করেন শিরীন চৌধুরী ও শামীম আমিনুর রহমান। অনুষ্ঠানে কবিকে নিয়ে স্মৃতিচারণ করেন এনায়েত করিম বাবুল, শওগাত আলী সাগর, শেখ শাহনওয়াজ, রাজকুমার বিশ্বাস, বিদ্যুৎ সরকার, আহমেদ হোসেন, দেলওয়ার এলাহী, মাসুম রহমান, মৈত্রেয়ী দেবীসহ আরও অনেকে।
কবির ৬০ বছর পূর্তি উপলক্ষে তার সম্পর্কে বন্ধুদের লেখা নিয়ে ‘সুহৃদষাট’ নামে একটি প্রকাশনার মোড়কও উন্মোচন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক।

