অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গনজালেস ইনারিতু পরিচালিত নতুন ছবিতে দেখা যাবে টম ক্রুজকে, এটি পুরোনো খবর। নতুন খবর হলো, সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ছবিটির নাম ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ছবিটির নাম ‘ডিগার’, মুক্তি পাবে আগামী বছরের ২ অক্টোবর। ইনস্টাগ্রামে ছবিটির একটি টিজার প্রকাশ করা হয়। পাশাপাশি ছবিটির পোস্টারও প্রকাশ করা হয়েছে।
পোস্টারে ব্যবহৃত ট্যাগলাইনে বলা হয়েছে, ‘একটি বিপর্যয়কর কমেডি’।
এর আগে গুঞ্জন ছিল, ছবিটি এমন একজন বৈশ্বিক ক্ষমতাধর ব্যক্তিকে ঘিরে, যিনি সবাইকে বোঝানোর চেষ্টা করেন যে তিনিই মানবজাতির ত্রাণকর্তা।
এ প্রসঙ্গে কান চলচ্চিত্র উৎসবে সংবাদমাধ্যম ডেডলাইনকে ইনারিতু বলেন, এটুকুই আমি বলতে পারি, এটি একেবারেই উন্মাদ ধরনের একটি বিপর্যয়কর কৌতুক। এটা পাগলাটে! টম আমাকে প্রতিদিন হাসায়। একজন পরিচালক হিসেবে টমের সঙ্গে কাজ করে যে অভিনয়–পরিসর আমি আবিষ্কার করেছি, তা আমার কাছে একেবারেই নজিরবিহীন। আমি দারুণভাবে মুগ্ধ এবং আনন্দিত।
প্রকাশিত টিজারে টম ক্রুজকে কাউবয় বুট পরে হাতে একটি কোদাল নিয়ে নাচতে দেখা যায়, যা দেখতে অনেকটা লস অ্যাঞ্জেলেসের কোনো নিম্নবিত্ত এলাকার ছোট অ্যাপার্টমেন্টের মতো। আরেকটি দৃশ্যে তাকে দেখা যায় একটি পিয়ারে দাঁড়িয়ে থাকতে। পুরো টিজারে টম ক্রুজকে কিছুটা অগোছালো ও এলোমেলো চেহারায় দেখা গেছে।
এতে টম ক্রুজ অভিনয় করছেন ‘ডিগার রকওয়েল’ নামক এক রহস্যময় চরিত্রে। সিনেমার কাহিনি নিয়ে গোপনীয়তা বজায় রাখা হলেও ওয়ার্নার ব্রাদার্স একটি ছোট ইঙ্গিত বা ‘লগলাইন’ প্রকাশ করেছে। সেখানে ক্রুজের চরিত্রটিকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। কাহিনিতে দেখা যাবে, নিজের তৈরি করা এক মহাবিপর্যয় থেকে মানবজাতিকে রক্ষা করতে এবং নিজেকে ত্রাণকর্তা হিসেবে প্রমাণ করতে এক উন্মত্ত মিশনে নামেন তিনি।
নুতন এ ছবিতে টম ক্রুজ ছাড়া আরও অভিনয় করেছেন সান্দ্রা হুলার, জন গুডম্যান, জেসি পলেমনস, রিজ আহমেদ, মাইকেল স্টুলবার্গ ও এমা ডি’আর্সি প্রমুখ।
চলতি বছরের জানুয়ারিতে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সঙ্গে নতুন চুক্তি করার পর এটিই টম ক্রুজের প্রথম সিনেমা। এক দশক আগে ওয়ার্নার ব্রাদার্সের হয়ে ‘এজ অব টুমরো’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
উল্লেখ্য, ‘ডিগার’ সিনেমাটির চিত্রনাট্য ইনারিতুর সঙ্গে যৌথভাবে লিখেছেন ‘বার্ডম্যান’ খ্যাত নিকোলাস জিয়াকোবোন এবং আলেকজান্ডার ডিনেলারিস।
সবশেষ ২০২২ সালে মুক্তি পায় ইনারিতু পরিচালিত সিনেমা ‘বার্দো: ফলস ক্রনিকল অব আ হ্যান্ডফুল অব ট্রুথস’। ছবিটি ছবিটি তিনি নেটফ্লিক্সের জন্য নির্মাণ করেছিলেন। সবকিছু ঠিক থাকলে ‘ডিগার’ দিয়ে চার বছরের বিরতি ভাঙবেন অস্কারজয়ী এই নির্মাতা।
২০১৫ সালে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘দ্য রেভেন্যান্ট’ ছবির জন্য সেরা পরিচালক বিভাগে অস্কার জেতেন ইনারিতু। এরপর ২০১৬ সালে ‘বার্ডম্যান’ ছবির জন্য তিনি সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা মৌলিক চিত্রনাট্য—এই তিনটি বিভাগে অস্কার পুরস্কার পান।
অপরদিকে, টম ক্রুজকে সর্বশেষ ‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রিকনিং’ এবং ‘টপ গান: মেভেরিক’-এ দেখা গিয়েছিল। এখন দেখার বিষয়, ইনারিতুর এই ‘কমেডি’ অবতারে পর্দায় নতুন কী জাদু দেখান হলিউডের এই মহাতারকা।
সূত্র: ভ্যারাইটি

