উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে ফিরতে পারেন উসমান দেম্বেলে। এমনটি জানিয়েছেন পিএসজি কোচ লুইস এনরিকে।
চোট কাটিয়ে ব্যালন দ’র বিজয়ী তারকার ফেরার বিষয়ে জানতে চাইলে এনরিকে বলেন, ‘বুধবার দেখা যাক কি হয়। যদি কোন সমস্যা না থাকে তবে অবশ্যই সে দলে থাকবে।’
গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে ব্যালন ডি’অর জিতে নেন ২৮ বছর বয়সী দেম্বেলে। এবারের মৌসুমে বিভিন্ন ফিটনেস ইস্যুতে পিএসজির হয়ে মূল দলে খেলেছেন মাত্র পাঁচ ম্যাচে। সবশেষ খেলেছেন তিন সপ্তাহ আগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ২-১ গোলে পরাজয়ের ম্যাচে। পেশীর ইনজুরির কারণে মাঠ ত্যাগের আগে ওই ম্যাচে মাত্র ২৫ মিনিট মাঠে ছিলেন দেম্বেলে।
ইউরোপীয়ান এলিট ক্লাব প্রতিযোগিতায় প্রথম তিন ম্যাচে জয়ী হয়েছে পিএসজি। এরপর বায়ার্নের কাছে চতুর্থ ম্যাচে পরাজিত হয় শিরোপাধারিরা। ইতোমধ্যেই ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন দুই তারকা ফুটবলার দিসায়ার দুয়ে ও আফ্রিকান বর্ষসেরা আশরাফ হাকিমি।
লিগ পর্ব শেষে শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলতে উন্নীত হবে। বাকি ১৬ দল আসবে প্লে-অফ রাউন্ড থেকে।
৯ পয়েন্ট নিয়ে ৩৬ দলের এই প্রতিযোগিতায় প্যারিসের জায়ান্টরা টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। এক পয়েন্ট পিছিয়ে টটেনহ্যামের অবস্থান ১০ম।

