টটেনহ্যামকে হারিয়ে ইপিএলের দুইয়ে আর্সেনাল

0

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) শিরোপার দৌড়ে লিভারপুলের নিকট প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য আর্সেনালের জন্য টটেনহ্যামের বিপক্ষে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেই পরীক্ষায় উতরে গেছেন কোচ মিকেল আর্তেতা। 

বুধবার রাতে ঘরে মাঠে টটেনহ্যামকে ২-১ ব্যবধানে হারিয়েছে গানাররা।

এ দিন প্রথমার্ধেই তিনটি গোল হয়। প্রথম লিড পায় সফরকারী দল। সন হিয়ং মিনের গোলে এগিয়ে যায় আর্সেনাল। 

এরপর ৪ মিনিটের ব্যবধানে দুই গোলে জয় নিশ্চিত করে মিকেল আর্তেতার শিষ্যরা। ৪০তম মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে দলটি। ৪৪ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার্ডের গোলটিই ম্যাচের শেষ গোল।

লিগে আর্সেনালের পরের তিন প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা, উলভস ও ম্যানচেস্টার সিটি।

দিনের অন্য ম্যাচগুলোতে উলভসকে ৩-০ গোলে নিউক্যাসল, এভারটনকে ১-০ গোলে অ্যাস্টন ভিলা ও লিস্টার সিটিকে ২-০ গোলে ক্রিস্টাল প্যালেস হারিয়েছে।

এই জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। ২১ ম্যাচে ১২ জয়, ৭ ড্র ও ২ হারে তাদের পয়েন্ট ৪৩। আর ৪৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে লিগ লিডার লিভারপুল। অবশ্য লিভারপুলের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে আর্সেনাল। ৪১ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে নটিংহ্যাম ফরেস্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here