মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার গনাইশার গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে বাড়ির পাশে পুকরে পড়ে মোস্তাকিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়। সে উপজেলরা বেতকা গ্রামের মোঃ পারভেজ ছেলে। তার পরিবার জানান- মোস্তাকিমকে খুঁজে না পেয়ে বাড়ির পাশে পুকুরে গিয়ে তার নানী দেখতে পায় মোস্তাকিম পানিতে পড়ে গিয়ে ডুবে রয়েছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও উপজেলার বড়াইল গ্রামে পানিতে ডুবে তানহা (৬) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সেকুল শেখের মেয়ে। তার পরিবার জানান- পুকুরে হাত-পা ধুতে গিয়ে পা পিছলে পড়ে যায় তানহা পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।