টঙ্গীবাড়িতে অবৈধ ড্রেজারের সরঞ্জাম অপসারণ

0
টঙ্গীবাড়িতে অবৈধ ড্রেজারের সরঞ্জাম অপসারণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পপুলার কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে জমি ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসনের তথ্য সূত্রে জানা যায়, উক্ত স্থানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে জমি ভরাট করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন ও ড্রেজার পাইপলাইন জব্দ করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কোনো ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন না।

পরবর্তীতে প্রশাসনের নির্দেশে ড্রেজার মেশিন ও পাইপলাইন অপসারণ করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ জানান, পরিবেশ ও ফসলি জমি রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here