টঙ্গীতে শিশুর লাশ উদ্ধার

0

গাজীপুরের টঙ্গীতে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম সাদিয়া (৯)। সে বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পরদাবাদ গ্রামের রবিউলের মেয়ে। 

সাদিয়া টঙ্গী রূপবানের মারটেক এলাকার জনৈক আইনদ্দিনের ভাড়া বাড়িতে সৎ মা নাজমা বেগম ও বাবার সঙ্গে বসবাস করত। নিহত সাদিয়া টঙ্গী পূর্ব আরিচপুর এলাকার আজগর আলী মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী। ঘটনাটি ঘটে আজ রবিবার রাতে। শিশু সাদিয়ার বাবা পেশায় একজন রাজমিস্ত্রী ও সৎ মা একটি পোশাক কারখানার কাজ করেন।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে থানায় আনা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here