গাজীপুরের টঙ্গীর প্রায় তিন শতাধিক ব্যক্তিকে চক্ষু, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
শনিবার টঙ্গী আমজাদ আলী সরকার পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে লায়ন্স ক্লাব অফ ঢাকা ডায়নামিক সিটি এ আয়োজন করে। ফ্রি মেডিক্যাল ক্যাম্পটি পরিচালনা করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
ক্যাম্পটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব-এর ডিস্ট্রিক্ট গভর্নর ডা. একেএম সারওয়ার। বিশেষ অতিথি ছিলেন আমজাদ আলী সরকার পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন, আমজাদ আলী সরকার পাইলট স্কুল অ্যান্ড কলেজ-এর অধ্যক্ষ আ. রাজ্জাক, সমাজ সেবক সেলিম খানসহ অনেকে।
সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

