গাজীপুরের টঙ্গীতে বাসা চাপায় এক নারীর মৃত্যু হযেছে। শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ওই নারীর নাম ফরিদা ইয়াসমিন (৬০)। সে টঙ্গী বাজার ভরান এলাকার আবদুল ওহাব মোল্লার স্ত্রী। পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় বাসের সহকারী লোকমানকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গাজীপুরা তামিরুল মিল্লাত মাদ্রাসা ছুটি শেষে নাতনি আশরাকে নিয়ে টঙ্গীর ভরান এলাকার বাসায় ফেরার পথে গাজীপুরা বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষায় করছিলেন তারা। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি লেনে (পূর্ব পাশে) শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে শিশু আশরার কোন ক্ষতি হয় নি। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। টঙ্গীর চোরাগ আলী এলাকা থেকে ওই বাসটি জব্দ করেন।