গাজীপুরের টঙ্গীর একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অর্ধশতাধিক শ্রমিক। তাদের মধ্যে অনেককে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ ও গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, দুপুরের খাবারের পর কাজ চলাকালীন সময়ে ৫ম তলায় কয়েকজন শ্রমিক প্রথমে অসুস্থ হন। এরপর দ্রুত খবর ছড়িয়ে পড়লে অন্যান্য ফ্লোরের শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন।
শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাফিজা শারমিন জানান, হাসপাতালে ভর্তি বেশির ভাগ শ্রমিক ‘প্যানিক অ্যাটাক’ জনিত কারণে অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে কিছু শ্রমিক শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতায় ভুগছেন।
শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। এই ঘটনার পর আজকের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা শাখওয়াত কায়েস সুজন বলেন, যারা অসুস্থ হয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে অসুস্থতার সুনির্দিষ্ট কারণ এখন বলা যাচ্ছে না।

