গাজীপুরের টঙ্গী সাব-রেজেস্ট্রি অফিসে ১৫বছরের পরিত্যক্ত অ-বিলিকৃত ও দাবিহীন দলিল আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সাব-রেজেস্ট্রি অফিস সংলগ্ন তুরাগ নদের তীরে দলিল বিনষ্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, টঙ্গী সাব-রেজেস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মো: নুরুল আমিন তালুকদার, টঙ্গী দলিল লেখক সমিতির সভাপতি মো: কামরুজ্জামান টুটুল, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান স্বপন,নকল নাবিশ সমিতির সভাপতি মো: মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক মামুন আহম্মেদ প্রমুখ।
বাংলাদেশ নিবন্ধর অধিদপ্তর মহা-পরিদর্শক কর্তৃক নির্দেশক্রমে অ-বিলিকৃত ও দাবিহীন দলিল আগুনে পুড়ে ধ্বংস করার হয়। ১৯৯৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দলিলের মূলকপি আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সাব-রেজিস্ট্রার মো: নুরুল আমিন তালুকদার।