টঙ্গীর একটি স্কুলে শুরু হয়েছে দুই দিনব্যাপী বইমেলা। শনিবার বিকালে বিদ্যালয় ক্যাম্পাসে বইমেলা শুরু হয়েছে। বইমেলার উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ আতিকের সভপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আবুল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গীর সভাপতি এডভোকেট শওকত আলী, ছাত্রলীগ নেতা মোক্তার হোসেন সোহেল, শিক্ষক আব্দুস সালাম।
মেলায় গল্প-উপন্যাস, কবিতাসহ শিশু-কিশোরদের নানা ধনরেন শিক্ষামূলক প্রায় পাঁচ শতাধিক বই স্থান পেয়েছে।