গাজীপুরের টঙ্গীতে ট্রাকের চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ওই কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। মৃত ওই ব্যক্তির নাম আতিকুর রহমান (৪০)। সে গাইবান্ধা জেলার সদর থানার বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। দুর্ঘটনার পর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহত আতিকুর টঙ্গীর গাজীপুরা এলাকায়একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঘটনার পর পুলিশ গাজীপুরের সাইনবোর্ড এলাকা থেকে ওই ট্রাকটিকে জব্দ করেছে। আতিকুর টঙ্গীর গাজীপুরা এলাকায় পরিবারের সাথে বাস করতেন।