গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন ৪৭ নং ওয়ার্ডের মরকুন তিস্তার গেইট এলাকায় বৃহস্পতিবার বিকালে জুতার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততৎক্ষণে আগুনে পুড়ে মালামাল ভস্মিভূত হয়েছে।
জানা যায়,মরকুন তিস্তার গেইট এলাকায় বিকাল চারটার দিকে ইউনাইটেড স্কুলের পার্শ্বে জুতার গোডাউনে হঠাৎ অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে,আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা। পরে আগুনের তীব্রতা বাড়লে ফায়ার সার্ভিসে খবর পাঠানো হলে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করেন। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা নাই।