টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

0

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার দুপুরে  টঙ্গীর স্টেশনরোড এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বিক্ষোভে অংশ নেন। 

এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দূর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।  

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বলেন, প্রতিনিয়ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকা থেকে টঙ্গীর গাজীপুরা পর্যন্ত  ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত কয়েক দিনে অন্তত বিশ শিক্ষার্থী ও অসংখ্য পথচারী এ মহাসড়ক ব্যবহারকালে টঙ্গী এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন। তাই শিক্ষার্থীরা মহাসড়কে বিক্ষোভ করেন।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ কমিশনার(টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু বলেন, ছিনতাই বন্ধে শিক্ষার্থীরা আমাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টহল টিম কাজ করছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here