টঙ্গীতে খাবারের হোটেলে জরিমানা

0
টঙ্গীতে খাবারের হোটেলে জরিমানা

গাজীপুরের টঙ্গী স্টেশনরোড এলাকায় হাজী বিরিয়ানি নামে এক খাবারের হোটেলে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গাজীপুর জেলার সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।

এসময় সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাবারের দোকানগুলোতে অভিযান চালানো হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভোক্তার স্বার্থে এই অভিযান চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here