গাজীপুরের টঙ্গীতে একটি ডায়িং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টঙ্গীর পাগাড় পাঠানপাড়া এলাকার একটি কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কারখানার শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় ৫’শ থেকে ১ হাজার শ্রমিক কাজ করেন। রবিবার সন্ধ্যায় হঠাৎ কারখানার ভেতরে ধোঁয়া ও আগুনের কুন্ডলি দেখতে পান শ্রমিকরা। প্রাথমিকভাবে কারখানার শ্রমিকরা আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হলে পরে টঙ্গী দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।