গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, চলমান হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াত যেন কোনো প্রকার জ্বালাও-পোড়াও করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকবে হবে। রবিবার বিকেলে টঙ্গী চেরাগ আলী ট্রাকষ্ট্যান্ডে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিএনপি-জামায়াতের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রজব আলীর সভাপতিত্বে ও পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এমএম নাসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এমএম হেলাল উদ্দিন, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আক্কাস আলী, প্রফেসর আসকর আলী, এডভোকেট জাকির হোসেন, আজাদ হোসেন, হাজী আব্দুর রশিদ, সাবেক কমিশনার নজরুল ইসলাম, আজমেরী খান টুটুল, মহিলা কাউন্সিলর রাখি সরকার, রুহুল আমিন, কামাল হোসেন, কামরুল হাসান দিপু প্রমুখ।