জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকাকে বিজয়ী করার লক্ষে ৫৬ং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সোমবার রাতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আলী আফজাল খান দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, টঙ্গী আঞ্চলিক শ্রমিক নেতা মতিউর রহমান বি.কম, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা কাজী মঞ্জু, হুমায়ন কবির বাপ্পি প্রমুখ।