গাজীপুরের টঙ্গী সফিউদ্দিন রোড এলাকায় ছিনতাইকালে জনকল্যাণ ও নিরাপত্তা পরিষদের কর্মীরা ধাওয়া করে এক ইউনুস (২২) নামে এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়েছে। এসময় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
ইউনুস মোক্তারবাড়ি বেঙ্গিবাড়ি রোড এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
এ বিষয়ে পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো: জাকির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তার বিরুদ্ধে ছিনতাই মামলা শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।