গাজীপুরের টঙ্গীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। আজ বুধবার দুপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামূখী টঙ্গী বাজার এলাকার মিতালী ফিলিং স্টেশন সংলগ্ন এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
জানা যায়, টঙ্গী বাজার এলাকায় সওজের জায়গা দখল করে গড়ে ওঠে অবৈধ স্থাপনা। এসব স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় সওজ কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসচিব আব্দুর লতিফ খান। এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী (গাজীপুর জোন) খন্দকার মোহাম্মদ শরিফুল আলম, উপ বিভাগীয় প্রকৌশলী (টঙ্গী জোন) সাইফুল ইসলাম মোল্লা। সওজের উপ বিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা বলেন, একটি চক্র সওজের যায়গা দখল করে গড়ে তুলেন স্থাপনা। আধাপাঁকা তেরোটি দোকান গুড়িয়ে দখল মুক্ত করা হলো।