টগি ফান ওয়ার্ল্ডে ‘স্পুকট্যাকুলার সোয়রে ৪’ হ্যালোইন উৎসব

0
টগি ফান ওয়ার্ল্ডে ‘স্পুকট্যাকুলার সোয়রে ৪’ হ্যালোইন উৎসব

ভৌতিক ও রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে টগি ফান ওয়ার্ল্ডে আজ শুক্রবার আয়োজন করা হয়েছে ‘স্পুকট্যাকুলার সোয়রে ৪–নামে ভিন্নধর্মী এক হ্যালোইন উৎসব। ভয়ের আবহ, সঙ্গীত, সাজসজ্জা ও বিনোদনের মিশেলে জমে উঠবে এবারের উৎসব। 

অনুষ্ঠান জুড়ে থাকছে ডি.জে. মিউজিক, ট্যারোট ও পাম রিডিং (পাঠিকা ম্যাডাম শিয়ার্লি–রুমনাজ ফারহীন), হ্যালোইন থিমে ফেস আর্ট এবং গ্যালাক্সি বেকারিস এর প্রস্তুত করা বিশেষ হ্যালোইন খাবার। 

মাত্র ৩০০ টাকা মূল্যের হ্যালোইন এক্সক্লুসিভ টিকিটে দর্শনার্থীরা পাবেন টগি ফান ওয়ার্ল্ডে ফ্রি এন্ট্রি, একটি আর্কেড গেম, ৩৬০° ফটো বুথ অভিজ্ঞতা, সিসিআই কর্তৃক পরিবেশিত ওয়েলকাম ড্রিংক, হারিবো–এর দেওয়া হ্যালোইন ট্রিট, ক্যান্ডি ব্যাগ, গেম ও রাইডে ১০% ছাড় এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র–তে অংশগ্রহণের সুযোগ।

র‍্যাফেল ড্র–এর বিজয়ীরা পাবেন চমৎকার পুরস্কার—এয়ার অ্যাস্ট্রার সৌজন্যে ঢাকা থেকে কক্সবাজারের দুইজনের এয়ার টিকিট, পাঁচ তারকা হোটেলে ডিনার ভাউচার এবং টগি ফান ওয়ার্ল্ডের এ্যক্ট্রিম ও কিডোস প্যাকেজ। এছাড়াও হ্যালোইন দিনে ‘এস্কেপ রুম’ এ রয়েছে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ বিশেষ অফার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here