টগি ফান ওয়ার্ল্ডে লেজার ট্যাগ টুর্নামেন্টে তারুণ্যের জয়যাত্রা

0

তরুণদের মাঝে যুদ্ধজয়ের আনন্দ দিয়ে টগি ফান ওয়ার্ল্ডে পর্দা নামল ‘ওয়ারিয়র সেভেন ট্যাগনেস’ টুর্নামেন্টের। আজ শনিবার ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের টগি ফান ওয়ার্ল্ডে আয়োজিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সেরা ১২ জন লেজার ট্যাগ খেলোয়াড়।

‘লেজার ট্যাগ’ এমন একটি খেলা যেখানে প্রতিযোগীরা লেজার বন্দুক ব্যবহার করে একে অপরের ইলেকট্রনিক পোশাকে লেজার লাইট এর মাধ্যমে আঘাত করে প্রতিযোগীদের লেজার লাইট নিভিয়ে দেয়। পাশাপাশি বিভিন্ন কৌশলে নিজেদের পোশাকের ‘লেজার লাইট’ রক্ষা করে।

তরুণদের খেলাধুলার উৎসাহ দেওয়ার জন্য নিয়মিত লেজার ট্যাগ প্রতিযোগিতার আয়োজন করে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ থিম পার্ক টগি ফান ওয়ার্ল্ড। আয়োজকরা জানান, লেজার ট্যাগ এমন একটি খেলা যা সব বয়সের মানুষ উপভোগ করতে পারে। বিশেষ করে গেমিং প্লেয়ারকে দেবে সত্যিকারের যুদ্ধের স্বাদ।

অবসাদ কাটিয়ে যে কোনো বয়সীদের গেমিং লাইফকে সত্যিকারের অভিজ্ঞতা দিতে টগি ফান ওয়ার্ল্ড লেজার ট্যাগ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। টগি ফান ওয়ার্ল্ডের কর্মকর্তারা জানান, গত ২১ জুলাই শুরু হওয়া এবারের লেজার ট্যাগ ‘ওয়ারিয়র সেভেন ট্যাগনেস’ প্রতিযোগিতায় গেমারদের কাছ থেকে ‘অভূতপূর্ব সাড়া’ পেয়েছে।
 
আরও জানানো হয়েছে, টুর্নামেন্টটির অফিশিয়াল বেভারেজ পার্টনার ছিল ‘নেসক্যাফে বাংলাদেশ’। টগি ফান ওয়ার্ল্ডের প্রতিটি রাইডের নিরাপত্তাব্যবস্থা আন্তর্জাতিকমানের। গেমস ও রাইডের সিংহভাগই ইউরোপ এবং চীন থেকে আমদানিকৃত। আধুনিকায়নের পাশাপাশি যুক্ত হয়েছে নতুন নতুন রোমাঞ্চকর সব গেমস এবং রাইড। যার সংখ্যা দেড় শতাধিক।

সন্তানের সঙ্গী বাবা-মায়েদের বিনোদনের উপযোগী আয়োজনও টগি ফান ওয়ার্ল্ডে রয়েছে। যাতে করে পুরো পরিবার একসঙ্গে মেতে উঠতে পারে জীবনের আনন্দে। টগি ফান ওয়ার্ল্ডের অনলাইনে (www.toggifunworld.com) রয়েছে ই-টিকেটিং সুবিধা ও অন্যান্য তথ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here