বরগুনার বিষখালী নদীতে জেগে ওঠা ৪০ একর জমি নিয়ে ঝোপখালীর চর। এ চরে প্রতিদিন দলে দলে উড়ে বেড়ায় রংবেরঙের পাখি। এদের কলতানে দিনরাত মুখর থাকে চরটি। নদীর পাড়ে দাঁড়িয়ে গ্রামবাসী উপভোগ করেন প্রাকৃতিক এই অনিন্দ্য সুন্দর দৃশ্য।
জানা যায়, শীত মৌসুমে নদীতে ভাটা শুরু হলেই চরে ঘুরে ঘুরে খাবার খায় ছোটবড় পাখি। বেতাগীর ইউএনও বশির গাজী বলেন, বিষখালী নদীর বুকে ঝোপখালীর চরে পাখি দেখতে প্রতিনিয়ত দর্শকরা ভিড় করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছি। ২০২১ সালে পাখির চরের সন্ধান পান স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী। তারপর থেকে গ্রামবাসী দেখতে থাকেন পাখির বিচরণ।
গত ১৬ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গ্রামবাসীকে নিয়ে ঝোপখালীর পাখির চরের নামফলক উন্মোচন করেন। ঝোপখালীর চরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বরগুনা শহরে এসে সরাসরি সড়কপথে যেতে হবে বেতাগী লঞ্চঘাট। সেখান থেকে ট্রলার ভাড়া করে যেতে হবে পাখি দেখতে। এ ছাড়া নদীর পাড়ে দাঁড়িয়েও উপভোগ করা যায় দৃশ্য।