ঝুঁকিপূর্ণ কাজ করে জীবন চালাচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী রমেশ

0
ঝুঁকিপূর্ণ কাজ করে জীবন চালাচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী রমেশ

চোখে দেখতে পান না, কানেও শোনেন না। তবুও জীবিকার তাগিদে তাল ও নারিকেল গাছ পরিষ্কারের মতো ঝুঁকিপূর্ণ কাজ করছেন রমেশ চন্দ্র মজুমদার (৬৫)। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার চাপাতলী গ্রামের বাসিন্দা।

সরেজমিনে জানা যায়, রমেশ লাঠি দিয়ে পথ চিনে পাশের লক্ষীপুর, পুটিয়া, মালিগাঁও, বাসরাসহ বিভিন্ন গ্রামে গিয়ে গাছ পরিষ্কার করেন। কেউ তাকে হাতে গাছ ধরিয়ে দিলে তিনি লাঠি ও ধারালো ছেনি ব্যবহার করে ডাল কাটেন। চোখে আলো না থাকলেও হাতের অনুভূতি দিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

রমেশ জানান, ভিক্ষার পরিবর্তে পরিশ্রম করে খেতে চান তিনি। প্রতি নারিকেল গাছ কাটায় ১২০ টাকা পান। কোনও দিন ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আয় হয়। তবে প্রতিদিন কাজ করতে পারেন না, শারীরিক অবস্থা অনুকূলে থাকলেই বের হন।

তার স্ত্রী তুলসী মজুমদার বলেন, স্বামী কাজে গেলে দুশ্চিন্তায় থাকেন। কীভাবে ফিরবেন, কোনো দুর্ঘটনা ঘটবে কি না। চিকিৎসা ও সহযোগিতা পেলে তার কষ্ট অনেকটা লাঘব হতো।

স্থানীয় শিক্ষক মতিন সৈকত ও সমাজকর্মী এসএম মিজান বলেন, রমেশ একজন পরিশ্রমী মানুষ। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও তিনি ঝুঁকিপূর্ণ কাজে পরিবারের জীবিকা নির্বাহ করছেন। প্রশাসন ও বিত্তবানদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে রমেশের বিষয়ে খোঁজ নেওয়া হবে। তাকে সহায়তার জন্য চেষ্টা চালানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here