ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (০৪ নভেম্বর) দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার ফয়লা মিশনপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মোটর সাইকেল যোগে বাসের ড্রাইভারকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজ বাড়িতে ফিরছিলো বাসের হেলপার আরাফাত হোসেন। পথে কালীগঞ্জ-কোলা সড়কের ফয়লা মিশনপাড়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।