ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক ইজিবাইক চালকের। বুধবার বিকেলে বিকেলে শহরের আরাপপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সদর উপজেলার ভড়–য়াপাড়া গ্রামের আলামিন হোসেন ইজিবাইক নিয়ে আরাপপুরে যায়। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কুদ্দুস অটোর সামনে ইজিবাইক ঘোরাতে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।
এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় চালক আলামিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ট্রাক আটক করা হলেও চালক পলাতক রয়েছে।