ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়ন যুবলীগের অফিস উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে কালা বাসস্ট্যান্ডের বিশ্বাস মার্কেটে এ অফিস উদ্বোধন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি।
এসময় প্রধান অতিথি সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি বলেন, দেশে বর্তমান সরকারের আমলেই সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল যুবলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।