ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

0

ঝিনাইদহের কালীগঞ্জে ব্যবসায়ী আমিরুল বিশ্বাস হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন এ দণ্ডাদেশ প্রদান করেন। 

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১২ জুন কালীগঞ্জ উপজেলার কাদিরডাঙ্গা গ্রামের বাজারে আমিরুল ইসলাম বিশ্বাসের সাথে আসামি শাহিন মন্ডল জাম্বুর শালিসের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে আমিরুল সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে আসামি শাহিন মন্ডল তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। আহত আমিরুলকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পরদিন ১৩ জুন নিহতের স্ত্রী রমেছা বেগম বাদী হয়ে শাহিন মন্ডলের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৩০ জুন আসামির বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here