‘টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ মানুষ, সবুজ পৃথিবী’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্ত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেসময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মনোজিৎ কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রেজাউল করিম, ঝিনাইদহ সদর ডেইরি এসোসিয়েশনের সভাপতি কাজী ফারুক, ঝিনাইদহ সদর লাইভস্টক এক্সটেনশন অফিসার ডা: মোহাম্মদ তারেক মুছাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।