ঝিনাইদহে বাংলা মদপানে একজনের মৃত্যু

0

ঝিনাইদহের শৈলকূপায় বাংলা মদপানে নয়ন দাস (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার গাড়াগঞ্জ এলাকার চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নয়ন ওই গ্রামের রবি দাসের ছেলে ও পেশায় একজন নাপিত ছিলেন। 

নিহতের স্ত্রী দিপা দাস জানান, আমার স্বামী মাঝে মাঝে মদ পান করে বাড়িতে ফিরতেন। কিন্তু কোনদিন বমি করেনি। সোমবার রাতে আমার স্বামী নয়ন দাস মদ পান করে বাড়িতে এসে অতিরিক্ত বমি করেন। এরপর বেশী অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় রাতে সাড়ে ১০টার দিকে আমার স্বামী মারা যান। 

সদর হাসপাতালে কর্তব্যরত (মেডিকেল অফিসার) ডা. রাজিয়া সুলতানা জানান, সে নিয়মিত এ্যালকোহল পান করার কারণে তার লিভারে সমস্যা হয়ে গেছে। সে কারণেই তার মৃত্যু হয়েছে।  

এতথ্য নিশ্চিত করে শৈলকূপা থানার ওসি মাসুম খাঁন জানান, কোথা থেকে মদ না স্পিরিট পান করেছে সেটি আমরা তদন্ত করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here