পরিবেশের ভারসাম্য রক্ষা ও নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে ঝিনাইদহে নবগঙ্গা নদীর পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
সোমবার দুপুরে শহরের নবগঙ্গা নদীর ক্যাসেল ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস, উপসহকারী প্রকৌশলী কাজী মহসিন উদ্দিন, পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক মুন্তাছির রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রশাসন জানায়, এ ঝটিকা পরিচ্ছন্নতা অভিযান আগামী ২১ জানুয়ারি পর্যন্ত চলবে। অভিযানের মাধ্যমে নদীর তীর ও পানির মধ্যে জমে থাকা বর্জ্য অপসারণ করা হবে।

