ঝিনাইদহে আড়াই’শ এতিম, বিধবা ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মেহেদি মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, রবিউল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় শহরের বিভিন্ন এলাকার আড়াই’শ পরিবারের মাঝে ২৫ কেজি চাল, ১ লিটার তেলসহ ডাল, চিনি, খেজুর ও মুড়ি বিতরণ করা হয়।