ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলায় ১ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বুধবার সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে শুরু হবে ভোটগ্রহণ। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বিকাল ৪টা পর্যন্ত। সদরে ভোট কেন্দ্রের সংখ্যা মোট ১৬৫টি আর মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৯০ হাজার ৯৩৪ জন। পুরুষ ভোটার ১লক্ষ ৯৫হাজার ৪০৬জন ও মহিলা ভোটার ১লক্ষ ৯৫ হাজার ৫২৫জন। কালীগঞ্জ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯১টি। মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৪৪হাজার ৯২৪। পুরুষ ভোটার ১লক্ষ ২৪হাজার ৯২৮জন ও মহিলা ভোটার ১লক্ষ ২০ হাজার ৫৯৩জন।
সদরে উপজেলায় চেয়ারম্যান ও পুরুষ-মহিলা ভাসই চেয়ারম্যান পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সদরে চেয়ারম্যান ৫জন, পুরুষ ভাসই চেয়ারম্যান ৭জন ও মহিলা ভাসই চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিয়েছেন। চেয়ারম্যানে অংশ নিয়েছেন ৫জন, পুরুষ ভাসই চেয়ারম্যানে ৩জন ও মহিলা ভাসই চেয়ারম্যান ২ জন।
দুইটি উপজেলায় নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে কাজ করবেন ৩৪টি মোবাইল টিম ও ৬টি স্ট্রাইকিং ফোর্সসহ ১০২০জন পুলিশ সদস্য, ২টি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটসহ ৩৩ নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বিজিবি ৭প্লাটুন অর্থাৎ ১৪০ জন সদস্য, র্যাবের ৪টি টিম অর্থাৎ ৩২জন সদস্য ও ৩৬২২জন আনসার সদস্য মোতায়েন করা রয়েছে। শন্তিপূর্ন পরিবেশের মধ্য দিয়ে নির্বিঘ্নে ভোটাররা তাদের ভোটাধিকার করতে পারবেন নিশ্চিত জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. আজিম-উল-আহসান বিপিএম-সেবা ও জেলা নির্বাচন কমিশনার মোঃ মোকলেছুর রহমান। এছাড়া সরাসরি নির্বাচনী মাঠ পরিদর্শনে থাকবেন বলে জানান পুলিশের জেলা গোয়েন্দা সংস্থা।