ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার হাটগোপালপুর রায়চরণ-তারিণীচরণ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের সয়াইল গ্রামের আব্দুল শেখের ছেলে ভ্যানচালক নিপুল শেখ ও একই উপজেলার টিওরদা গ্রামের আবসার শেখের ছেলে নাজমুল হোসেন।
প্রত্যক্ষদর্শীয় সূত্রে জানা গেছে, গোপালপুর থেকে ব্যাটারিচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হাট গোপালপুর কলেজের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে ঢাকাগামী সবজি বোঝায় একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক নিপুল ও আরোহী নাজমুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তারা মারা যান।