ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় লক্ষ্মী রানী দাস (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৩ নারীসহ আরো ৪ জন। সোমবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লক্ষ্মী রানী দাস একই উপজেলার গাড়াগঞ্জ গ্রামের মান্য দাসের স্ত্রী।
জানা গেছে, দুধসর ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাল নিয়ে ওই চার নারী ব্যাটারিচালিত ভ্যানযোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে ঝিনাইদহগামী একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। সেসময় ভ্যানে থাকা চার নারীসহ ভ্যান চালক রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে লক্ষ্মী রানী দাসকে মৃত ঘোষণা করে। আহত তিন নারীসহ ভ্যানচালক হাসপাতালে ভর্তি রয়েছে।