দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঝিনাইদহ-২ আসনে প্রার্থী বাছাইয়ে জাকের পার্টির নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে এ সভার আয়োজন করে জেলা জাকের পার্টির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় নেতা শেখ নজরুল ইসলাম লিটন, স্থায়ী কমিটির সদস্য মুরাদ হোসেন জামাল, মাহবুবুর রহমান হায়দার, ঝিনাইদহ জেলা জাকের পার্টি সভাপতি ইসাহক বিশ্বাস,দেলোয়ার হোসেন, কৃষক মহীউদ্দীন, মুফতী শরীফুল ইসলাম সাঈফী, বিপ্লব বনিক, রশিদ হাওলাদার ও হাফেজ কাওসার প্রমুখ।
পরে ঝিনাইদহ-২ আসনে জাকের পার্টি থেকে মোশাররফ হোসেন স্বপন, বজলুল করিম ও সোলাইমান হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে আবেদন করেন। পরে ৮শ’ কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মোশাররফ হোসেন স্বপনকে প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব।
উল্লেখ্য, চলতি বছরের ১০ জুন থেকে দেশব্যাপী কাউন্সিলদের ভোটের মাধ্যমে ৩০০ আসনেই প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাকের পার্টি।