ঝিনাইদহ সদর উপজেলার কামতা গ্রাম থেকে সোমবার মধ্যরাতে চাপাতি ও চাইনিজ কুড়ালসহ ৩ চাঁদাবাজকে আটক করেছে গ্রামবাসী। আটককৃতরা হলেন-ঝিনাইদহ সদর উপজেলার মহামায়া গ্রামের কওছার মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম, শৈলকুপা উপজেলার ফুলহরি নতুন বাজার গ্রামের চুন্নু মিয়ার ছেলে দিন মোহাম্মদ, একই উপজেলার ভগবান নগর গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস। পরে এলাকাবাসী তাদেরকে পুলিশে সোপর্দ করে।
গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে আটককৃতরা এলাকায় বেপরোয়া ভাবে চাঁদাবাজী করে আসছিল। বিষয়টি বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পে জানালে তারা গ্রামে পাহারা বসানোর কথা বলে। এরপর সোমবার রাতে কামতা গ্রামের মিন্টু, আবুল হোসেন ও কেরানীর বাড়িতে চাঁদার জন্য হানা দেয় অভিযুক্তরা। চাঁদাবাজদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার দিতে থাকলে গ্রামবাসী তাদের ঘিরে ফেলে। এ সময় চাঁদাবাজরা কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু গ্রামবাসীর চেষ্টায় চাঁদাবাজ দীন মোহাম্মদ, হৃদয় বিশ্বাস ও আশরাফুলকে দেশী অস্ত্রসহ আটক হয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে গ্রামবাসীর হাতে ধৃত চাঁদাবাজদের উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। আশাকরি আরও তথ্য পাওয়া যাবে। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে সাইফুল ইসলাম নামে এক গ্রামবাসী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেন।