ঝিনাইদহে কাঁচা মরিচের কেজি ৩৫০ টাকা

0
ঝিনাইদহে কাঁচা মরিচের কেজি ৩৫০ টাকা

ঝিনাইদহের বাজারগুলোতে প্রতিকেজি কাঁচা মরিচ ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েক দিনের ব্যবধানে হঠাৎ করে বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে নিম্নআয়ের মানুষ।

শুক্রবার সকাল ১০টার দিকে শহরের নতুন হাটখোলা ও ওয়াপদা বাজারে গিয়ে দেখা যায়, ৩২০ থেকে ৩৫০ টাকা দরে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।

নতুন হাটখোলা বাজারের সবজি ব্যবসায়ী আশরাফুল আলম বলেন, গত কয়েকদিন বাজারে কাঁচা মরিচ প্রতিকেজি ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি করেছি। তবে হঠাৎ পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

ওয়াপদা বাজারের সবজি ব্যবসায়ী সিদ্দিকুর বলেন, পূজার ছুটির জন্য ভারত থেকে কাঁচা মরিচের সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে দাম বেড়ে গেছে।

এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কাঁচা মরিচের দাম বৃদ্ধির বিষয়ে বাজার তদারকি করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here