ঝিনাইদহে ফসলের মাঠ থেকে পল্লী বিদ্যুতের সাতটি ট্রান্সফর্মার চুরি হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার বাশিপাড়া খামারাইল মাঠ এলাকায় সেচ পাম্প ও ডিপটিউবয়েলের সঙ্গে সংযুক্ত বৈদ্যুতিক ট্রান্সফর্মার খুলে কয়েল নিয়ে গেছে চোরেরা।
চুরি হওয়া ট্রান্সফর্মারের মধ্যে রয়েছে বাশিপাড়া যুব সমিতির ডিপটিউবয়েল থেকে তিনটি, পাইকপাড়া গ্রামের আয়নাল হোসেনের সেচ পাম্প থেকে একটি এবং খামারাইল গ্রামের জীবন ও মজু মিয়াসহ তিনজনের সেচ পাম্পের তিনটি ট্রান্সফর্মার।
স্থানীয় কৃষকেরা জানান, এখন ইরি ধানের বীজতলা তৈরি করা হচ্ছে। তাই রাতে কেউ মাঠে থাকে না। এই সুযোগে এক রাতেই সব ট্রান্সফর্মার চুরি করে নেওয়া হয়েছে। এতে ইরি আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মাদ ওমর আলী বলেন, এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, গ্রাহক সচেতন না হলে চুরি ঠেকানো যাবে না।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. সামসুল আরেফিন বলেন, মামলা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে চোর শনাক্তের চেষ্টা চলছে।

