‘বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে’ প্রতিপাদ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশের আয়োজন করে কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ।
শহরের আখসেন্টারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহ-৩ আসনের সংসসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরজ্জামান খান, সাধারণ সম্পাদক শাহাজান আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।