ঝিনাইদহে অস্ত্রসহ আটক ১

0

ঝিনাইদহের কালীগঞ্জে বোরকা পরিহিত এক পুরুষকে ধারালো ছুরিসহ আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বারোবাজার হাইস্কুলের সামনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরার সময় পুলিশ তাকে আটক করে। 

আটককৃত ব্যক্তির নাম জালাল উদ্দীন (৫৯)। তিনি যশোর সদর উপজেলার আন্দোলপোতা গ্রামের আব্দুর রশিদের ছেলে। 

খবর নিশ্চিত করে বারোবাজার পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই জাকারিয়া মাসুদ জানান, দুপুরের দিকে বোরকা পরে জালাল উদ্দীন স্কুলের সামনে ছুরি হাতে ঘোরাফেরা করছিল। পুলিশ তাকে আটক করে বোরকা খুলে দেখে তিনি একজন পুরুষ। তার কাছে ২৩ ইঞ্চি লম্বা একটি ধারালো ছুরিও ছিল। 

এসআই জাকারিয়া মাসুদ জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে জালাল উদ্দীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here