ঝিনাইদহে অমিতাভ হত্যা নিয়ে ধোঁয়াশা

0

ঝিনাইদহ শহরে অমিতাভ সাহা হত্যার রহস্য এখন পর্যন্ত উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে এ হত্যার রহস্য উন্মোচনের জন্য মরিয়া হয়ে উঠেছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম। এদিকে, এ হত্যাকাণ্ডকে ঘিরে জেলাজুড়ে সমালোচনার ঝড় বইছে।

জানা গেছে, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাকাইল গ্রামের অশোক সাহার ছেলে অমিতাভ সাহা এর আগে চেক ডিজঅনার মামলায় কারাগারে ছিলেন। কথিত স্ত্রী তিশা নন্দি আগের স্বামীকে ছেড়ে তার সঙ্গে ঝিনাইদহে বসবাস শুরু করেন। তিনি নিহত অমিতাভকে স্বামী বলে দাবি করলেও গত ৯ আগস্ট ঝিনাইদহে নোটারি পাবলিকে উপস্থিত হয়ে অমিতাভকে আইনমতে ত্যাগ করেন।

তিশা নন্দি কালীগঞ্জ উপজেলার গোমরাইল গ্রামের বিশ্বজিৎ বিশ্বাসের মেয়ে হিসেবে ত্যাগপত্রে উল্লেখ করলেও অমিতাভের মরদেহ উদ্ধারের সময় গণমাধ্যমকর্মীদের জানান তার বাড়ি মাগুরার বিনোদপুর। ফলে অমিতাভ হত্যা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

এদিকে, অপর একটি সূত্রের দাবি, বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তিশা নন্দী। যার কারণে প্রথম স্বামী সন্তানকে ছেড়ে বছর দুয়েক আগে ঘর বাঁধেন অমিতাভ সাহার সাথে। ৭-৮ মাস আগে ঝিনাইদহ শহরে এসে তারা বসবাস শুরু করেন। সেখান থেকে পরিচয় হয় যুবদল নেতা রাজুল হোসেন রাজুর সাথে। এরপর তাদের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা দেখা দেয়। রাজুলের সাথেই ঝিনাইদহ জজ কোর্টের আইনজীবী জাকারিয়া মিলনকে দিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে অমিতাভ সাহাকে ত্যাগ করেন তিশা নন্দী। ৩১ আগস্ট অমিতাভ সাহা নিখোঁজের দিন ঝিনাইদহ শহরে জাকারিয়া মিলনের মোটরসাইকেল ব্যবহার করে মামলার প্রধান আসামি রাজুল হোসেন রাজু। এ নিয়ে সন্দেহের তীর বাড়তে শুরু করেছে চারপাশে।

অমিতাভ ত্রিভুজ প্রেমের বলি, না পরকীয়া প্রেমের কারণে হত্যার শিকার হয়েছে, তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।

ঝিনাইদহ জজ কোর্টের আইনজীবী জাকারিয়া মিলন দাবি করেন, আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। রাজুল হোসেনও বিএনপির রাজনীতি করে। সেই সুবাদে বিভিন্ন মামলার জন্য আমার চেম্বারে আসতো। রাজুল বিভিন্ন সময়ে আমার মোটরসাইকেল ব্যবহার করতো।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক ফরিদ হোসেন জানান, গত রবিবার দুপুরে তিশা নন্দী বাদী হয়ে রাজুল হোসেনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় বিভিন্নভাবে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

উল্লেখ্য, রবিবার সকালে ঝিনাইদহ শহরের ধোপাঘাটা পুরাতন ব্রিজের সামনে টার্মিনাল সড়কের এলাকার রাস্তার পাশে বস্তাবন্দি ও  মুখে পলিথিন মোড়ানো অবস্থায় অমিতাভ সাহার মরদেহ উদ্ধার করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here