শেরপুর ঝিনাইগাতি উপজেলা বিএনপির ৩৫ নেতাকর্মীর নামে নাশকতার প্রস্ততি নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় আজ ওই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দুইবারের উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশাসহ দুজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত অপরজন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদি হাসান মামুন।
অভিযুক্ত ৩৫ জনের মধ্যে ১৮ জনের নাম ঠিকানা পাওয়া গেছে, বাকিরা অজ্ঞাত। আজ সকালে বিএনপি নেতাকর্মীদের নামে পুলিশ এই মামলা করে। পুলিশের দাবি, বাদশার বাড়িতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার প্রস্তুতি ও নাশকতা করার বৈঠক থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেছেন, সরকার রোজা, ঈদও মানছে না। আন্দোলনের ভয় আর আতংকে আবার গায়েবি মামলায় ভিন্নমত দমনের চেষ্টা করছে। পুলিশের অভিযোগ ডাহা মিথ্যা দাবি করেছেন এই নেতা।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ সোহেল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্য অভিযুক্তদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।