ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

0
ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৭ সেশন) অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালক রাশেদুল ইসলাম ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে সহ-সভাপতি পদে ২৩ ভোট পেয়ে জিয়াউল হাসান পলাশ এবং ২০ ভোট পেয়ে মাসউদুল আলম নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আল আমিন তালুকদার ও আ. স. ম. মাহমুদুর রহমান পারভেজ সমান ভোট পাওয়ায় লটারির মাধ্যমে মাহমুদুর রহমান পারভেজকে বিজয়ী ঘোষণা করা হয়।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে অলোক সাহা ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমান টিটু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জহিরুল ইসলাম জলিল এবং নির্বাহী সদস্য পদে এস এম রেজাউল করীম, আজমীর হোসেন তালুকদার, কে এম সবুজ ও তরুণ সরকার নির্বাচিত হন।

নির্বাহী সদস্য পদে চিত্তরঞ্জন দত্ত ও তরুণ সরকার সমান ভোট পাওয়ায় সিনিয়র বিবেচনায় চিত্তরঞ্জন দত্ত তার পদটি সন্তানতুল্য তরুণ সরকারকে মনোনীত করেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আক্কাস সিকদার সভাপতি, আব্দুল মান্নান তাওহীদ দপ্তর সম্পাদক এবং মো. রাজু খান কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটির সদস্যদের বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here