ঝালকাঠিতে বজ্রপাতে দুই নারী ও এক শিশু নিহত

0

মুহুর্মুহু শব্দে ভোর রাতেই ঘুম ভেঙ্গে যায়। একটু পর পর বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো জেলায়। এমন সময় বিদ্যুৎ চলে যাওয়ায় মুহূর্তেই জেলার অধিকাংশ এলাকা অন্ধকারচ্ছন্ন হয়ে পরে। গাছ উপড়ে পরে ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। রবিবার ভোর রাতে ঝালকাঠিতে প্রবল বর্ষণের সাথে ব্যপক বজ্রপাত হয়। 

ঝড় শুরু হওয়ার সাথে সাথে পুরো জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে। মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। বজ্রপাতে জেলায় দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন। এরা হলেন- হেলেনা বেগম (৪০), মিনারা বেগম (৩৫) ও মাহিয়া আক্তার ঈশানা ( ১১)। রবিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। জেলার কাঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া ইউনিয়নের মুন্সিরাবাদ গ্রামে হেলেনা বেগম (৪৪) বৃষ্টিতে ঘরের বাইরে নামলে বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হয়। এদিকে ঝালকাঠি সদর উপজেলার শেখের ইউনিয়নের মিনারা বেগম নামে এক গৃহিনী ও পোনাবালিয়া ইউনিয়নের ইসালিয়া গ্রামে মাঠে গরু আনতে যাবার সময় লামিয়া আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়। মাহিয়া আক্তার ঈশানা আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। 

রবিবার সকাল ১০ টার দিকে হঠাৎ করে ঝালকাঠির আকাশ কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে, রাতের পরিবেশ সৃষ্টি হয়। সেই সাথে বৃষ্টি ও দমকা বাতাস হয়ে গেছে। আকাশে কালো মেঘে করে পুরো জেলা অন্ধকারাচ্ছন্নে রাতের পরিবেশ সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ রাতের পরিবেশ দেখে বিস্মৃত হয়। রবিবার সকাল ১০টার দিকে প্রবল বর্ষণে জেলার অনেক জাযগায় গাছ উপরে পরে গেছে। সকাল থেকেই গোটা জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ৩/৪ ঘণ্টা পর অনেক এলাকায় বিদ্যুৎ আসে। কিন্তু তখনও ঝালকাঠির কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here